আমার চোখ ফুটেছে দিগন্তে।
ঘাসের সবুজ চলকে পড়ল,
প্রথম জলের শব্দে ভাঙল ঘুম।
পাখি তুমি গাইলে গান-
বেসুরো লাগল কেন?
হয়তো অনেক সুরেলা গান,
শুনিয়ে এসেছ তুমি;
হয়তো অনেক ফুলের গন্ধ হারিয়ে ফেলেছি।
স্তব্ধ হয়েছে ডানার শব্দ
থমকে দেখেছি- অনেক ঝরা পাতা
নদীর বুক বেয়ে চলে যায়।
ভাঙা বুকের কান্না ভুলে
ভালবাসা ফিরে আসে।
পাখি, তুমি উড়ে গেলে বহুদূর,
বুক ভরা কান্না নিয়ে
আর ফিরো না এখানে।
এখানে সোঁদা-মাটির গন্ধ রয়েছে,
বুক ভরেছি মাটির গন্ধে-
আর কাঁদি না আমি।
জলের শব্দ অচেনা লাগছে,
অনেক পান্ডুলিপি পেরিয়ে এসেছি;
সেইসব কিলবিলে অক্ষরের পিছুটান,
কিছুটা সুখস্মৃতি, এখনও
এসে এসে ধরা দিয়ে যায়।
কিছুই চিনিনি এখনও,
আজও অনেক না-চেনা মানুষ
থেকে থেকে দূরে চলে যায়।
এখনও নদীর কথা মনে পড়ে,
ভাঙা বুকের কান্না........
প্রথম জলের শব্দ মনে পড়ে,
ভারাক্রান্ত ভালবাসা তবু ফিরে ফিরে আসে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment