হারিয়ে যেতেও অধিকার লাগে
কখনও শুনেছ এমন কথা?
মনখারাপের এগলি সেগলি;
হয়তো কিছুই খবরও রাখো না
কখনও কখনও এমন হয়
হারিয়ে গেছ কি নিজেও বোঝো না
কেবলই ভাবো অন্যকথা,
তোমার মনখারাপের সাতকাহন।
কিন্তু জানো না, মনখারাপের গলিগুঁজিতে
হারিয়ে তুমি যাবে কোথায়?
এগলি, সেগলি, সেই চোরাগলি
ঘুরে টুরে সব চেনা এঁদোগলি
ফিরবে তুমি চুপিসাড়েই।
তোমার তো আর অধিকার নেই
হারিয়ে যাওয়ারও অধিকার নেই।
No comments:
Post a Comment